সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, ৭ জন জীবিত উদ্ধার

ঢাকার পথে যাওয়ার সময় উত্তাল সাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি বাল্কহেডে ডুবে গেছে। পৌনে এক ঘণ্টা পর বাল্কহেডের সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়ায় বাল্কহেডটি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সন্দ্বীপ চ্যানেলে উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় সেখানে থাকা সাতজন ঢেউয়ের মাঝে প্রায় পৌনে এক ঘণ্টা ভাসতে থাকে।

পরে সোয়া আটটার দিকে একটি যাত্রীবাহী বোট গিয়ে তাদের উদ্ধার করে।

বোটের যাত্রীরা জানান, হঠাৎ মানুষের চিৎকার শুনতে পেয়ে কাছে গিয়ে এই সাতজনকে সাগরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে একে একে সাত জনকে উদ্ধার করা হয়।

লাইফ জ্যাকেট ছিল বলেই পৌনে এক ঘণ্টা সাগরের উত্তাল ঢেউয়ের সাতজন ছোট একটি বাঁশ ধরে বেঁচে ছিলেন বলেও জানান বোটের যাত্রীরা।