দেওয়ান বাজার ওয়ার্ড আ’লীগের সদস্য নবায়ন ও ফরম বিতরণ সম্পন্ন

বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে ও সুখী স্বনির্ভর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ রূপান্তরের ঘোষনা দিয়েছেন। এ লক্ষ্য মাত্রাকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের কাজ করে যেতে হবে।

আজ মঙ্গলবার সকালে নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ফরম বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী হাসনী একথা বলেন। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ইউনিট আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শামসুল আলম মোঃ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আন্জুমান আরা বেগম। প্রধান বক্তা ছিলেন ২০নং দেওয়ান বাজার ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী । মঞ্চে উপস্থিত ছিলেন ২০নং দেওয়ান বাজার ওর্য়াড আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক আবু সুফিয়ান সিদ্দিকী , প্রচার সম্পাদ আবদুল্লাহ আল- হারুন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ২০নং দেওয়ান বাজার ওর্য়াড মোঃ ইসহাক, ৩ নং ইউনিট আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম ও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী।
পরে সদস্যদের মাঝে নবায়ন ও সদস্য পদের ফরম বিতরন করা হয়।