আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে লটারী

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরে অবস্থিত রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন ৪শত ৫৭ জন শিক্ষার্থী । ৪শত ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ২শত ২৬ জন ছাত্র। ২শত ৩১ জন ছাত্রী । করোনার প্রাদুভাবের কারনে সরকারী নিদের্শনায় গতকাল ১১জানুয়ারী সোমবার সকালে অনলাইনে আবেদন কারী শিক্ষার্থীদের কাছ থেকে পরিক্ষা না নিয়ে লটারীর মাধ্যমে ৬০ জন ছাত্র, ৬০ জন ছাত্রী চুড়ান্ত করা হয় । চুড়ান্ত হওয়া ১শত ২০ জন শিক্ষার্থী ছাড়া ও প্রতিবন্দ্বী কোটায় ৩ জন শিক্ষক কোটায় ৩জন শিক্ষার্থী সহ মোট ১শত ২৬ জন শিক্ষার্থী ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে । ২০২১ সালে ৬ষ্ট শ্রেণীতে অনলাইনে ভর্তি হওয়ার আবেদনকারী ৪শত ৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে ১শত ২০ জন শিক্ষার্থীকে চুড়ান্ত করার জন্য লটারী কার্যক্রম অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জমান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, প্রদীপ শীল, সাংবদিক নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সাংবাদিক হাবিবুর রহমান । লটারীর সময়ে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।