বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত নির্যাতিত গণমানুষের মুক্তির পথ প্রদর্শক

মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) উপলক্ষে ১০ জানুয়ারি ২০২১ সকাল ৯:৩০ টায় চবি বঙ্গবন্ধু চত্বরে বিশ^বিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু পরিষদ, চবি’র উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে ত্রিশলক্ষ শহীদ ও ’৭৫ এর ১৫ আগস্ট নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবর্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষ জায়া, জননী, কন্যার প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, বিশ^ নেতা বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির জন্য নয়; বিশে^র নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথ প্রদর্শক। তাই তিনি বিশ^ নেতা শেখ মুজিব। যাঁর জন্ম না হলে বাঙালি জাতি কোনদিনই স্বাধীনতা অর্জন করতে পারতো না। এ মহাপুরুষের দীপ্ত কন্ঠের আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে হানাদার মুক্ত করেতে সক্ষম হয়েছিল। মাননীয় উপাচার্য বলেন, দীর্ঘ নয়মাস স্বৈরাচার পাকিস্তান কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দীদশায় জীবন-মৃত্যুর মুখোমুখি থাকার পর স্বাধীনতাকামী বাঙালি এবং বিশ^ নেতৃবৃন্দের চাপের মুখে কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ এর ১০ জানুয়ারি রাজনীতির এই মহাকবি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের পবিত্র মাটিতে পা রেখে বীর বাঙালির হাজার বছরের কাঙ্খিত বিজয়কে পূর্ণতা দান করেন। মাননীয় উপাচার্য মহান মুক্তিযুদ্ধের শাণিত চেতানায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন-অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।