কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভাকসিন

এখন শুধু সময়ের অপেক্ষা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া রোববার ছাড়পত্র দিল সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভাকসিনকে।

এদিন একটি সাংবাদিক বৈঠকে ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়া জানান, জরুরি ভিত্তিতে দু’টি ভ্যাকসিনই ব্যবহার করা যাবে। পাশাপাশি এই ভ্যাকসিন দেয়া চলবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স ও পুলিশের মতো কোভিড যোদ্ধাদের। মকর সংক্রান্তির মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।