মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

“পাঠ্যপুস্তকের শিক্ষা ছাড়া কোন জাতি ঠিকভাবে এগোতে পারে না। তাই শিশু-কিশোরদের নানা বইয়ের জ্ঞান আহরণ ছাড়াও পাঠপুস্তকের শিক্ষা অপরিহার্য।”
১ লা জানুয়ারী শুক্রবার সকালে নগরীর মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক বিনামূল্যে পাঠপুস্তক বিতরণকালে উপস্থিত সকলে এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কপিল উদ্দিন খোকন, শিশুসাহিত্যিক কবি তসলিম খাঁ, প্রধান শিক্ষক তাসমিন আকতার, সহকারী শিক্ষক মো. আলী, সহকারী শিক্ষক মেরী চৌধুরী, শিখা রানী দাশ, দোরদানা সিদ্দীকা, কওছার আফরোজ ও আয়েশা আকতার মুক্তা প্রমূখ। বিজ্ঞপ্তি