বৃটেনে ৪ঠা জানুয়ারি থেকে অক্সফোর্ডের টিকা চালু হবে

বৃটেনে ৪ঠা জানুয়ারি থেকে অক্সফোর্ডের টিকা চালু হবে। বৃটিশ মন্ত্রীরা এ বিষয়ে পরিকল্পনা নিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে দ্য সানডে টেলিগ্রাফে। এতে আরো বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে সরকার ২০ লাখ মানুষকে অক্সফোর্ডের অথবা ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়ার আশা করছে। ওদিকে অনলাইন ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, সোমবার অক্সফোর্ডের টিকা অনুমোদন দেয়া হতে পারে বৃটেনে। উল্লেখ্য, অক্সফোর্ডের আবিষ্কার করা টিকা তৈরির জন্য লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি এস্ট্রাজেনেকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।