বৃটেনে এস্ট্রাজেনেকার টিকার অনুমোদন চেয়ে আবেদন

বৃটেনে করোনা ভাইরাসের টিকার অনুমোদন চেয়ে আবেদন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটি দেশটির মেডিসিন এ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে টিকার তথ্য প্রেরণ করে আবেদন করেছে। বুধবার বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে বৃটেনে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা টিকার অনুমোদন চেয়ে এমএইচআরএ’র কাছে তাদের তথ্য পাঠিয়েছে। এর ফলে টিকাটি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে বলেও জানান ম্যাট হ্যানকক।

কারানা ভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রথম দেশ হিসাবে বৃটেনই প্রথম ফাইজার/বায়োএনটেকের উৎপাদিত টিকার অনুমোদন দিয়েছিলো। এরপরই বিশ্বের মধ্যে প্রথমে সেখানে এই টিকার প্রয়োগ কার্যক্রমও শুরু করে দেশটি। এখনও পর্যন্ত সেখানে ৫ লাখেরও বেশি মানুষ এই টিকা গ্রহণ করেছে। বৃটিশ সরকার অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার উৎপাদিত এই টিকার ১০ কোটি ডোজের অর্ডার করে রেখেছে।