হাটহাজারীতে জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফের আলোচনা সভা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলইয়ে মাদরাসা-এ জিয়া মওলা হক ভান্ডারীর উদ্যোগে বিশ্বঅলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেকান্দর মিয়া বাদশার সভাপতিত্বে ও অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান। আবু হায়াত চৌধুরী লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া গণি মঞ্জিলের (দমদমা) সাজ্জাদানশীন প্রফেসর শাহজাদা শফিউল গণি চৌধুরী মাইজভান্ডারী। বিশেষ আলোচক ছিলেন মাদরাসা-এ গাউছুল আজম মাইজভান্ডারীর অধ্যক্ষ মৌলানা নুরুল আমিন (ম.জি.আ.) ও মৌলানা নুরুল ইসলাম ফোরকানী (ম.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলী আবরাহা দুলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিষ্টার বদরুল আলম চৌধুরী, দৈনিক খবর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আহমাদুর রহমান শাওন ও মাদরাসা-এ জিয়া মওলা হক ভান্ডারীর সুপার আবদুল মান্নান। আলোচনা সভায় বক্তারা বলেন, ইনসানকে ইনসানে কামেলে উন্নীতকরণের ক্ষেত্রে যে সাধনা-জাগতিক ও আধ্যাত্মিক পরিচর্যা তারই এক সুমহান পথপ্রদর্শক ছিলেন শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। মানুষের প্রতি প্রেম ও ভালোবাসাহীনতা সারা বিশ্বে অশান্তি-হানাহানির পথ খুলে দিচ্ছে। সর্বজনীন প্রেম, গণকল্যাণ চিন্তা ও পরার্থমুখী জীবন গঠনের বিপরীতে স্বার্থচিন্তাা ও বস্তুমুখিতা প্রবল হয়ে উঠায় সারা বিশ্বে আজ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিশ্ব জনপদ আজ ঈর্ষা ও লোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে। মনুষ্য সৃষ্ট এ বিপর্যয়-দুর্ভোগ থেকে নাজাত পেতে হলে ভোগবাদ-স্বার্থপরতা-ঈর্ষা ও লোভের গহ্বর থেকে বেরিয়ে আসতে হবে। মহান আল্লাহর সেরা সৃষ্টি মানুষকে ভালোবাসতে হবে প্রাণ উজাড় করে। আত্মকেন্দ্রিকতার চেয়ে জনকল্যাণের দিকে বেশি মনোনিবেশ করতে হবে। প্রেম ও ভালোবাসা দিয়ে অশান্ত-উত্তপ্ত বিশ্বে ফিরিয়ে আনতে হবে শান্তি। মাইজভান্ডারী তরিকার অন্যতম প্রাণ পুরুষ শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরনের মাঝেই মানবজাতির কল্যাণ নিহিত।