৫ম বারের মতো নির্বাচিত সিআইপি ইয়াসিন চৌধুরী, সংর্বধনা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকার বাসিন্দ্বা ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী ৫ ম বারের মতো সি, আই, পি নির্বাচিত হওয়ায় তার নিজ জম্মভুমি রাউজানের চিকদাইরে সংর্বধনা প্রদান করা হয় । চিকদাইর ইউনিয়ন পরিষদ, চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে চিকদাইর ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে সি, আই, পি ইয়াসিন চৌধুরীকে এই সংবর্ধনা প্রদান করা হয় । চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহেদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা বলেন, সংবধিত অতিথি ইয়াসিন চৌধুরী প্রবাসে থেকে টাকা আয় করে ঐ টাকা দেশে পাঠিয়ে দেশের রেমিটেন্স আয় বৃদ্বি করে দেশের উন্নয়নে অবদান রেখেছে। ইয়াসিন চৌধুরী একজন সাধারন মানুষ নয় । ইয়াসিন চৌধুরী একজন সোনার মানুষ । সংর্বধনা অনুষ্টানে সংবধিত অতিথি সি, আই, পি ইয়াসিন চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাস জীবনে থেকে প্রবাসীদের সমস্যা নিয়ে আমি ও আমার সংগঠন চট্টগ্রাম সমিতি কাজ করছে । আমি ৫ম বারের মতো সি আই, পি নির্বাচিত হওয়া এটা আমার একার গৌরব নয় । এই গৌরব বাংলাদেশের , চট্টগ্রাম, রাউজানের আমির জম্মভুমি চিকদাইর বাসীর । প্রবাসীদের যে কোন সমস্যা সমধানে আন্তরিক ভাবে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাাদের প্রতি আহবান জানান সংবর্ধিত অতিথি সি, আই, পি ইয়াসিন চৌধুরী । অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, রাউজান থানার ওসি তদন্ত শাখাওয়াত হোসেন, চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন। সংর্বধনা সভার উদ্বোধন করেন চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর কবির চৌধুরী ।