ফাইজারের টিকা ব্যবহারে সুপারিশ ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির

ফাইজার/বায়োএনটেকের আবিষ্কার করা করোনা ভাইরাসের টিকা ব্যবহারের পক্ষে সুপারিশ করেছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে কয়েকদিনের মধ্যে এই টিকা ব্যবহারের পথ তৈরি হয়েছে। তবে এখনও ইউরোপিয়ান কমিশন কর্তৃক এই টিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে। এরই মধ্যে জার্মানি, ফ্রান্স ও ইতালি অন্য দেশগুলোর মতোই ২৭ শে ডিসেম্বর থেকে টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে।