সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ও ৮৫ ভরি স্বর্ণসহ আটক-২

কায়সার হামিদ মানিক,উখিয়া।
নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় ও ঘুমধুম তদন্ত কেন্দ্র ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে ৩ হাজার ৫শ পিস ইয়াবা ও ৬টি স্বর্ণের বার (৮৫ ভরি) সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রফিক উদ্দিন(২৪) ও চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্ডী সওদাগর এলাকার  ৩নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত বাবুল বিশ্বাসের ছেলে নারায়ন বিশ্বাস (৩৩)।
রবিবার (২০ ডিসেম্বর) সকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া ও দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ‌্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মুখলেছুর রহমান ও এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
পৃথক অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ দুই জনকে আটক  করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।