দুবাইয়ের উদ্দেশে উড়াল দিল আটকা পড়া বিমানটি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে ১৪৭ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান।

রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। সেনা কমান্ডোদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মো. পলাশ আহমেদ। কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’, তার বয়স ২৬/২৭ বছর। তবে সোমবার জানানো হয়, নিহতের নাম পলাশ আহমেদ।

বিমানবন্দর সূত্রে জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে উদ্দেশে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।