অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কখনোই শিরোপা জেতেনি আর্জেন্টিনা। আরও একবার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হলো মেসি- মার্টিনেজদের উত্তরসূরিদের। গতকাল প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনা যখন অ্যাঙ্গোলাকে হারিয়ে উল্লাস করছিল, ঠিক একই সময়ে উত্তরসূরিরা মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অব ৩২’র ম্যাচে মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলের সমতায় খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে আর্জেন্টিনার পক্ষে রামিরো তুলিয়ান ও ফার্নান্দো ক্লোস্টার গোল করেন। মেক্সিকোর পক্ষে দুটি গোলই করেছেন লুইস গাম্বোয়া।
টাইব্রেকারে মেক্সিকোর পাঁচ খেলোয়াড়ের সকলই বল জালে পাঠান। আর্জেন্টিনার গাস্তন বুহিয়ের মিস করলে জয় পায় মেক্সিকো।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখানো আর্জেন্টিনা খেই হারালো নকআউট পর্বের শুরুতেই। তবে তাদের শুরুটা হয়েছিল দারুণ।
ম্যাচের নবম মিনিটেই আলবিসেলেস্তেদের লিড এনে দেন তুলিয়ান। লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ঘুরে দাঁড়ায় মেক্সিকো। প্রথম মিনিটেই গাম্বোয়া সমতা ফেরান। ৫৮ মিনিটে আরও এক গোল করে দলকে এগিয়ে দেন এই উইঙ্গার।
গোল শোধে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে সমতাসূচক গোলের দেখা পায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে। ক্লোস্টার গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান। সেখানেও খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে ফল নির্ধারিত হয়।











