ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেবের নেতৃত্বে ইতিহাসের জঘন্যতম কুষ্টিয়ার ন্যাক্কারজনক ঘটনা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মানাধীন ভাস্কর্যের আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা রিমন দত্তের সভাপতিত্বে ও ভাস্কর নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেব, ফরহাদ আহমেদ রুবেল, তন্ময় দাশ গুপ্ত, রিগান দত্ত, জয় দাশ গুপ্ত, সানি তালুকদার, সঞ্জয় দে, ছোটন দাশ, আতিকুর রহমান, মোঃ মিরাজ, মোঃ আরজু। বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুদ্রার এপিট ও ওপিট। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, ১৯৬৯ সালে আজকের দিনে তিনি সর্বপ্রথম বাংলাদেশের নামকরন করেন কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তি মৌলবাদী উগ্রপন্থীরা স্বাধীনতা ৪৯ বছর পর জাতির জনকের ভাস্কর্যে আঘাত করে প্রমান করেছে তারা বাংলাকে আফগানিস্তান বানাতে চায়। বীর চট্টলায় অপশক্তির সকল ষড়যন্ত্র ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী রুখে দিবে।