ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকেই চট্টগ্রামের আকাশ ছিলো মেঘে ঢাকা। সঙ্গে কনকনে হাওয়া। এরপর ৬টার দিকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর অবশ্য বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭টার দিকে আবারো নামে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনোবা ঝিরিঝিরি। বৃষ্টির সঙ্গে বিদ্যুতও চমকাচ্ছিলো। বিকট শব্দে বিদ্যুৎ চমকানোতে কেপেঁ উঠে ঢাকার আকাশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এ সময় প্রাইভেট কারসহ যান্ত্রিক গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। সকাল আটটা থেকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। এতে সকালের পালার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ কর্মস্থলমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বাস, টেম্পু, সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল কমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক যাত্রীকে।

এদিকে, ফাল্গুনের মাঝামাঝি সময়ে হঠাৎ এই বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। হঠাৎ এই বৃষ্টির জন্য বেশির ভাগ মানুষই প্রস্তুত ছিল না। সাতসকালে যাদের ঘরের বাইরে ছুটতে হয়েছে, তারা অনেকেই কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। যানবাহন কম থাকায় স্কুলগামী শিশুদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকেরা।

পথচারীদের অনেকে দৌঁড়ে আশ্রয় নেন বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দায় ও কার্নিশের নিচে। আবার অনেককে ভিজতে হয়েছে বাধ্য হয়ে। যারা রিকশায় ছিল তারাও পর্দা না থাকায় ভিজেছে। আর যাদের সঙ্গে ছাতা ছিল, তারা রক্ষা পেয়েছে। সড়ক ও ফুটপাতের ছিন্নমূল মানুষ পড়েছে বেশি বিপাকে।