রাশিয়ায় ব্যপক হারে ভ্যাকসিন প্রদান শুরু

রাজধানী মস্কোতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু করেছে রাশিয়া। প্রাথমিকভাবে ঝুঁকিতে থাকা সম্মুখযোদ্ধাদের এই ভ্যাকসিন দেয়া হবে। মস্কোতে নির্মান করা হয়েছে একাধিক হাসপাতাল। সেখানেই কর্মীদের মধ্যে চলছে ভ্যাকসিন কার্যক্রম। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, শনিবার অন্তত ৭০ হাসপাতালে ভ্যাকসিন প্রদান চলে। এটিই রাশিয়ার প্রথম গণহারে ভ্যাকসিন প্রদান। প্রথমে এই ভ্যাকসিন দেয়া হবে চিকিৎসকদের। এরপর দেয়া হবে শিক্ষক ও সামাজিক কর্মীদের।
আপাতত এই তিন শ্রেণীকেই সবথেকে ঝুকিপূর্ন হিসেবে বিবেচনা করছে রাশিয়া। স্পুটনিক-৫ নামে পরিচিত রুশ ভ্যাকসিনটি মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পদ্ধতিতে কাজ করে থাকে। ২১ দিন ব্যবধানে এর দুই ডোজ প্রদান করতে হয়।

রাশিয়ায় বর্তমানে রেকর্ড সংক্রমণ হচ্ছে করোনা ভাইরাসের। শনিবার দেশটিতে সনাক্ত হয়েছে প্রায় ২৯ হাজার জন। এরমধ্যে ৮ হাজারই রাজধানী মস্কোতে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ।