হুয়াওয়ের প্রতীক্ষিত ফাইভজি ফোল্ডেবল ফোন

ঠিক আগের দিনেই জানা গেল হুয়াওয়ের প্রতীক্ষিত ফাইভজি ফোল্ডেবল ফোন সম্পর্কে।

ফোন বিষয়ক ওয়েবসাইট ফোনএরিনা ফোনটির একটি ছবি পোস্ট করে তার কনফিগারেশন সম্পর্কে জানিয়েছে। ফোনটির নাম হুয়াওয়ে মেইট এক্স।

ফোনটির পর্দা বাইরের দিকে ভাঁজ করা যাবে। ভাঁজ ছাড়া অবস্থায় এর পর্দা অ্যামোলেড আট ইঞ্চি হবে। আর ভাঁজ করলে এটি একটি স্মার্টফোনের মতো আকার দেয়া যাবে।

ফোল্ডেবল ফাইভজি ফোনটির পর্দার রেজ্যুলেশন ২৪৮০*২২০০ পিক্সেল। ফোনটি ফোর সামনের দিকে স্ক্রিন হবে ৬.৬ ইঞ্চি এবং পিছনে ৬.৩৮ ইঞ্চি।

পাওয়ার বাটনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট।

ফোনটিকে বিশ্বের সবেচয়ে দ্রুত গতির ফাইভজি ফোন হিসেবে দাবি করছে হুয়াওয়ে। তারা বলছে, এতে প্রতি সেকেন্ডে ফাইভজি নেটওয়ার্কে ৫৬০ মেগাবাইট মুভি ডাউনলোড করতে পারা যাবে।

দুটি ভাগে ভাগ করে ফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার। হুয়াওয়ে দাবি করছে, তাদের মেইট এক্স ফোল্ডেবল ফাইভজি ফোনটি ৫৫ ওয়াট প্রযুক্তি চালিত। ফলে মাত্র ৩০ মিনিটে ৮৫ শতাংশ চার্জ হবে।

বর্তমানে স্মার্টফোনের বাজারে একটা ভালো অবস্থান তৈরি করেছে হুয়াওয়ে। সেই ধারাবাহিকতায় ফ্ল্যাগশিপ হিসেবে ফোল্ডেবল ফাইভজি ফোনটি বাজারে আনলো চীনা প্রযুক্তি জায়ান্টটি।

তবে দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।