ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে চট্টগ্রাম

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় দেড়ঘন্টা অন্ধকার ছিলো চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অন্ধকার নেমে এসছিলো নেমেছিল নগর জুড়ে।

রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে নগরীতে। পটিয়ার জুলধা গ্রীড উপকেন্দ্রে স্থাপিত একটি সার্কিটের সিভিটি’র বিস্ফোরনের কারণে চট্টগ্রাম জোনের বিশাল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

খবর নিয়ে জানা গেছে সুগন্ধা আবাসিক, মুরাদপুর, পাশলাইশ, বহাদ্দারহাট,চান্দগাঁও আবাসিক, চকবাজার, চৌমুহনী, পতেঙ্গা এই এলাকায় ছাড়াও ফৌজদারহাট, ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ,নোয়াখালীতেও বিদ্যুৎ ছিলো না।

বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন।

তিনি বলেন, জুলধা এলাকায় গ্রিড বিপর্যয়ের কারণে চট্টগ্রামের বিদ্যুৎ বিহীন ছিল। পরে জরুরী মেরামতের পর রাত পৌনে ১২টায় বিদ্যুৎ সংযোগ পুণ:সংযোগ দেয়া হয়েছে।