আমির ভাণ্ডার দরবার শরীফের অন্যতম সাজ্জাদানশীন আমিরুল আউলিয়ার প্রথম পুত্র বড় মিয়া হযরত শাহসূফী সৈয়দ সোলায়মান শাহ্ (রহঃ) এর ছোট পুত্র… হযরত শাহসূফী সৈয়দ ডাঃ খাইরুল বশর আমিরভাণ্ডারী আজ সকাল ৫ ঘটিকায় ইনতিকাল ফরমায়াছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তার ১ম নামাজে জানাজা বাদে আছর আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও ২য় নামাজে জানাজা বাদে মাগরিব আমির ভান্ডার দরবার শরীফ প্রঙ্গনে অনুষ্টিত হবে।
তিনি আমির ভান্ডার বশরিয়া এতিমখানাসহ বিভিন্ন জাগায় বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্টান প্রতিষ্টা করেন।