শাহসূফী সৈয়দ ডাঃ খাইরুল বশর আমিরভাণ্ডারীর ইন্তেকাল

আমির ভাণ্ডার দরবার শরীফের অন্যতম সাজ্জাদানশীন আমিরুল আউলিয়ার প্রথম পুত্র বড় মিয়া হযরত শাহসূফী সৈয়দ সোলায়মান শাহ্ (রহঃ) এর ছোট পুত্র… হযরত শাহসূফী সৈয়দ ডাঃ খাইরুল বশর আমিরভাণ্ডারী আজ সকাল ৫ ঘটিকায় ইনতিকাল ফরমায়াছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তার ১ম নামাজে জানাজা বাদে আছর আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও ২য় নামাজে জানাজা বাদে মাগরিব আমির ভান্ডার দরবার শরীফ প্রঙ্গনে অনুষ্টিত হবে।
তিনি আমির ভান্ডার বশরিয়া এতিমখানাসহ বিভিন্ন জাগায় বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্টান প্রতিষ্টা করেন।