জনগণের মাঝে মানবিক সংগঠন মুসাফিরের মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষায় জনগণের মাঝে মাস্ক বিতরণ করেছেন আতমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’। শুক্রবার ১৩ নভেম্বর বিকেলে নগরির পতেঙ্গার রাজার পুকুর, মাইজপাড়া, কন্টোল মোড় ও কাটগড় এলাকায় উপস্থিত এক হাজার মানুষের মাঝে এ মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন মুসাফিরের আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম রাশেদ, মুসাফিরের সদস্য মো মহিউদ্দিন, মো. লিটন ইসলাম, মো. হাসান, মো. সোহেল, মো. আরিফ প্রমুখ। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে নগরীর প্রতিটি থানা এলাকায় জনসচেতনায় কাজ করবে মুসাফিরের সদস্যরা। এবং সাধ্যমত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের কার্যক্রম পরিচালনা করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণের সুরক্ষায় মুসাফির এই উদ্যোগ গ্রহণ করেছে। এ মাক্স বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় পর্ষদ ও ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডার পরিচালনা কমিটি।