ফোন দিয়েই চার্জ হবে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ

সানফ্রান্সিসকোর ইভেন্টে স্মার্টওয়াচেরও ঘোষণা দিয়েছে স্যামসাং। স্মার্টওয়াচটির নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ।

স্মার্টওয়াচটি ৩৯ ধরণের কাজ ট্র্যাক করতে পারবে। যেমন কতক্ষণ ঘুম হলো, কতো কদম হাঁটা হলো ও হৃদস্পন্দনের গতি কেমন তা গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ব্যবহারে জানা যাবে। এতে রয়েছে ১ দশমিক ১ ইঞ্চির গোলাকার ডিসপ্লে, যার রেজুলেশন ৩৬০*৩৬০ পিক্সেল। ব্যাকআপ দিতে আছে ২৩০ এমএএইচ ব্যাটারি। প্রসেসরে আছে এক্সিনোস ৯১১০। র‌্যাম দেওয়া হয়েছে ৭৬৮ এমবি। স্টোরেজ রয়েছে ৪ জিবি।

স্মার্টওয়াচটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। মজার ব্যাপার হলো, গ্যালাক্সি এস১০ ফোনের সব মডেলের মাধ্যমেই স্মার্টওয়াচটি চার্জ করা যাবে। ফোন দিয়ে চার্জ দিতে ওয়্যারলেস পাওয়া ফিচারটি চালু করতে হবে। এরপর ফোনটি উল্টো করে তার উপর স্মার্টওয়াচটি রাখলেই তা চার্জ হতে শুরু করবে।

এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ডলার (সাড়ে ১৬ হাজার টাকা)। বাজারে পাওয়া যাবে আগামী ৮ মার্চ থেকে।

বুধবার এক ইভেন্ট নতুন পাঁচটি ফোনের ঘোষণা দেয় স্যামসাং। ফোনগুলো হলো গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি এস১০ প্লাস, গ্যালাক্সি এস১০ ফাইভজি ও গ্যালাক্সি ফোল্ড।