নিউজ ডেস্ক: একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা শেখানোর ওপর জোর
দিতে বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
২০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপি’র
অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা
বলেন।
এসময় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা
শোনেন। শিক্ষকদের উপস্থাপিত সমস্যা নিরসনে শিক্ষা উপ মন্ত্রীর সাথে কথা বলবেন
বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের দৈন্যদিন কর্মকান্ড ডায়েরিতে লিপিবদ্ধ করার জন্য
বিদ্যালয় প্রধানদের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, ভালো-মন্দ সব বিষয়
ডায়েরীতে লিপিবদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের আশেপাশের প্রকৃতি ও সমাজ
ব্যবস্থার সাথে পরিচয় করে দিতে হবে।
এছাড়া হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী’র এক
প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী।
কালুরঘাটে সড়ক কাম রেলওয়ে সেতু নির্মাণের দাবি সকলের। এটি নির্মিত হলে
চট্টগ্রাম সিটি করপোরেশন আর বোয়ালখালীর পার্থক্য ঘুচে যাবে। আগামী ২৪
ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেল নির্মাণ কাজের উদ্বোধন
করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক। এতে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস
চেয়ারম্যান শাহিদা আকতার শেফু ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ
পাল।
অনুষ্ঠান শেষে ২০১৭-২০১৮ অর্থ বছরের ‘যার জমি আছে, ঘর নেই’ আশ্রয়ন
প্রকল্প-২ এর আওতায় উপকারভোগীদের ১৮০টি ঘরের চাবি বুঝিয়ে দেন জেলা
প্রশাসক।