বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ উৎসব শুরু ৮ মার্চ

বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী রাজপুন্যাহ উৎসব শুরু হচ্ছে ৮ মার্চ ।

১৯ ফেবুয়ারী মঙ্গলবার সকালে বোমাং রাজার কার্যালয়ে রাজপূর্ন্যহ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা দেন বোমাং রাজা উ: উচপ্রু ।

সংবাদ সম্মেলনে বোমাং রাজা প্রকেীশলী উচপ্রু চৌধুরী বলেন, তিনদিন ব্যাপী জুমের বাৎসরিক খাজনা আদায়ের অনুষ্ঠান ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব (পইংজ্রা) ৮ মার্চ শুরু হবে। এবারের রাজপূণ্যাহ হচ্ছে বংশ পরাম্পরায় ১৪১ তম রাজপূন্যাহ মেলা। ১৮৭৫ সালে ৫ম তম বোমাং রাজা সাক হ্ন ঞো’র আমল থেকে বংশ পরস্পরায় ধারাবাহিক ভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব হয়ে আসছে। রাজপূণ্যাহ মেলায় বসবে নাগর দোলা, সার্কাস, বিচিত্রানুষ্ঠানু, পুতুল নাচ, মৃত্যুকূপ, হাউজি’সহ ব্যাাতিক্রমি নানা আয়োজন।
এছাড়াও হরেক রকম জিনিসপত্রের দোকান এবং সারারাত ব্যাপী চলবে যাত্রা অনুষ্ঠান। রাজপূণ্যাহ উৎসব পরিণত হবে পাহাড়ী-বাঙ্গালীর মিলন মেলায়। শুধুমাত্র বান্দরবান, রাঙামাটি নয় রাজপূণ্যাহ মেলা দেখতে ভীড় জমায় দেশী-বিদেশী হাজারো পর্যটকও।
বংশ পরাম্পরায় বোমাং রাজ প্রথা অনুযায়ী রাজ পরিবারের সবচেয়ে বয়জ্যেষ্ঠ পুরুষ রাজা নির্বাচিত হন। ঢাকঢোল পিটিয়ে রাজকীয় পদ্ধতিতে দূর্গমাঞ্চলগুলোতেও পূণ্যাহ মেলার বার্তা পৌছিয়ে দেওয়া হয়েছে রাজ পরিবারের পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন কৃষি মন্ত্রী ডা: মো: আব্দুর রাজ্জাক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’সহ সরকারী-বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা।