জেলহত্যা দিবসে বোয়ালখালী পৌর আ.লীগের আলোচনা সভা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার গোমদন্ডী ফুলতলে এম এ হাশেম ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপত্বি করেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. জহুরুল ইসলাম জহুর।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুল আজিম, মো. রফিকুল ইসলাম, আব্দুল নবী সও:, মো. আবুল কাশেম, কানু সেন, মঈনুদ্দিন বাদল, নুরুল আবছার, মনজুর মোর্শেদ দিদারুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, জেল হত্যা দিবস বাঙালি জাতীর জীবনে জন্য একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম. মনসুর আলী ও এইচ. এম কামরুজ্জমানকে নির্মমভাবে হত্যা করা হয়। যা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। হত্যাকারীদের উদ্দেশ্য সফল হয়নি, জাতির পিতার আদর্শে দেশ আজ এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

সভা শেষে প্রয়াত চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তি