নিউজ ডেস্ক: বোয়ালখালীতে দুই বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী মো. নাছিরকে (৪২) অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মো. নাছির উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদার বাড়ীর আলী মদনের ছেলে। ১৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাছিরকে চরণদ্বীপ থেকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি মতে ওইদিন রাত ১টার দিকে নাছিরের বসত ঘরের সামনে থাকা খড়ের গাদা থেকে এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশিয় বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ।
এ ব্যাপারে এসআই পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে নাছিরের বিরুদ্ধে বোয়ালখালী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন বলেন, নাছিরকে সোমবার আদালতে সোর্পদের পর রিমান্ড চাওয়া হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম জানান, থানায় মো. নাছিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে। গত ২০১৭ সালের ২২ মার্চ বোয়ালখালী থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলায় সে দুই বছরের সাজা প্রাপ্ত হয়।