ভুয়া মুক্তিযোদ্ধা ৪০ হাজার

মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই প্রক্রিয়ায় উপজেলা কমিটি ৪০ হাজার জনকে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ হিসেবে চিহ্নিত করেছে। চিহ্নিত এসব ব্যক্তির মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬শে মার্চের আগেই স্থানীয় প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত সংক্রান্ত চিঠি যাবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পর্যন্ত যে ভাতা দেয়া হয়েছে তা ফেরত নেয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো আলোচনা নেই।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক মানবজমিনকে বলেন, উপজেলা যাচাই বাছাই কমিটি ৪০ হাজার জনকে প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে চিহ্নিত করেছে। এসব ব্যক্তির ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সহসাই স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দেয়া হবে।

তিনি বলেন, উপজেলা যাচাই বাছাই কমিটি যাদেরকে মুক্তিযোদ্ধা নন হিসেবে চিহ্নিত করেছে তারা চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আপিল করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে গেজেটভুক্তদের ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।