চট্টগ্রামে সিপিবি নারী সেলের বিক্ষোভ

নোয়াখালীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজ বিকাল ৫ টায় চট্টগ্রাম চেরাগী পাহাড় চত্বরে সিপিবি নারীসেলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি নারী সেলের চট্টগ্রাম জেলার আহবায়ক  রেখা চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ মছিউদদোল্লা,  নুরুচ্ছাফা ভূইয়া, সিতারা শামিম,  শীলা দাশ গুপ্ত, উম্মে রায়হান, আশরাফি নিতু প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্ষণ করে পার পেয়ে যাওয়া আর বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তাতে এই অনাচার মহামারিতে রূপ নিচ্ছে। এ জন্য আজ দেশের মানুষকে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীতেও একের পর এক ঘটনা ঘটেছে। এসব ঘটনার দৃশ্যমান প্রতিকার না হওয়ায় অথবা আইনের ফাঁক গলে অপরাধীরা দায়মুক্তি পাওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এই বিচারহীনতার সংস্কৃতিই দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের মূল কারণ।’
তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি, রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা অপরাধীদের বেপরোয়া করে তুলেছে। এই ধর্ষক-নির্যাতনকারীদের আশ্রয়দাতা খুঁজে বের করে শাস্তি দিতে হবে। রাজনৈতিক প্রশ্রয় না পেলে এমন সীমাহীন অপরাধ প্রবণতার সৃষ্টি হতো না।’