মাদক ও সন্ত্রাসমুক্ত করতে জনগনের সহায়তা চাই

রাউজানের পশ্চিম গুজরায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্টানে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহ পুলিশ সুপার আনোয়ার হোসেন

শফিউল আলম,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্টায় পুলিশকে সাধারন জনগন সহায়তা দিতে এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করুন । পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী । জনগনের ট্যক্সের টাকা দিয়ে পুলিশের বেতন দেয় সরকার । পুলিশকে তথ্য দিয়ে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের প্রতিরোধে জনগনকে সহায়তা করতে হবে । জনগন সহায়তা না করলে পুলিশের পক্ষে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা সম্ভব নয় । গতকাল ১০অক্টোবর শনিবার দুপুরে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহ পুলিশ সুপার আনোয়ার হোসেন একথা বলেন। পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুউদ্দিন আরিফের সভাপতিত্বে যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও আবদুল্ল্যাহ আল মাসুদের সঞ্চলনায় অনুষ্টিত বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান থানার ওসি তদন্ত নুর হোসেন মামুন, রাউজান থানার বিট পুলিশিং সম্মন্বয় কারী উপ পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল, পশ্চিম গুজরা ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এস আই ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা অংশুমান বড়–য়া, জামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক মেম্বার, মেম্বার মোহাম্মদ ইসমাইল, রাসেদ, সাইফুল ইসলাম চৌধুরী রিটন প্রমুখ ।