চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন মো. সাকিব ও ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট রনি কুমার দাশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, চিকিৎসকরা দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হচ্ছেন। চিকিৎসককে দায়ী করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাভাবিক চিকিৎসাসেবা প্রদানকে ব্যাহত করবে। তাই হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরী।

এসময় ২৪ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাবেদ, ডা. কাজী ফারহানা নূর, ডা. সুরজিত ঘোষ, ডা. সৌমেন বড়ুয়া, ডা. রিজওয়ান সিদ্দিকী, ডা. সৈয়দ মো. রিদওয়ানুল হক, ডা. পাপিয়া, ডা. সুচিতা সহ হাসপাতালের নার্স ও কর্মচারীরা।

এর আগে সকালে জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী হামলার শিকার চিকিৎসক ডা. সাকিবকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।