রাউজানে কৃষকদের মধ্যে সেচ পাম্প বিতরন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাদঁপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রাউজানের ৯টি ইউনিয়ন ও তিনটি আইু, সি, এম ক্লাবের ৩শত জন কৃষকের চাষাবাদের জন্য ১০টি গ্রæপকে ১০টি ৮ অশ^শক্তি সম্পন্ন বৈদ্যুতিক মেটার সেচ যন্ত্র ও সেচ যন্ত্রের উপকরন বিতরন করা হয় ।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে সেচ যন্ত্র ও সেচ যন্ত্রের সরঞ্জাম বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্৪কিত সংসদীয় স্থায়ী কমিটির সভ্পাতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত কৃষকদের মধ্যে সেচ যন্ত্র ও সেচ যন্ত্রের সরঞ্জাম বিতরন আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সুকুমার বড়–য়া, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, সাহাবুউদ্দিন আরিফ, প্যণেল চেয়ারম্যান বাবুল মিয়া প্রমুখ