বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল কে সুঃসংগঠিত করতে সারাদেশ ব্যাপী বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমূল পযায়ের্র কমিটি গঠনের নিদের্শ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারীর সকল ইউনিট কমিটি গঠন করেন কেন্দ্রীয় ছাত্রদল টিম। কিন্তু ঘোষিত কমিটি গুলো বিএনপির নব্য কেন্দ্রীয় বিএনপির এক সদস্যের মদদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির ও কেন্দ্রীয় ছাত্রদল টিমের যোগসাজশে নিজের অনুসারী দিয়ে কমিটি গঠন করে। কিন্তু যাদের দিয়ে কমিটি গঠন করেছে তারা মুলত সরকারী দলের আশ্রয়ে লালিত পালিত। যাদের কে পদবঞ্চিত করেছে তারা বিগত আন্দোলন সংগ্রামে মামলা,হামলা ও গ্রেপ্তারে জজড়িত। এ সকল ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়িত করে পকেট কমিটি দিয়ে কমিটি ঘোষনা করেন। আমরা এ কমিটি কোন মতে মেনে নিতে পারি না। আমরা দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবী জানায়।
আজ ৬ মঙ্গলবার অক্টোবর চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনের সড়কে হাটহাজারী ছাত্রদলের পদবঞ্চিত ছাত্রনেতাদের বিক্ষোভ ও মানবন্ধনে উপরোক্ত মন্তব্য করেন বক্তারা।
হাটহাজারী পৌরসভা ছাত্রদলের পদবঞ্চিত ছাত্রনেতা নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও হাটহাজারী কলেজ ছাত্রদল নেতা জিয়াউদ্দিন মিজানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বায়জিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন,হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলাইমান মঞ্জু,যুগ্ম আহ্বায়ক মোঃ আলম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর,উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল,মোঃ ইলিয়াছ আলী,উপজেলা যুবদলের সেক্রেটারী সাহেদুল আজম, পদবঞ্চিত ছাত্রদল নেতা,মিনহাজ মাসুম বাবু,মোঃ নাজিম উদ্দিন,জিয়াউদ্দিন বাবলু,নিজাম উদ্দিন তুহিন,মোঃ কোরবান,মোঃ মামুন,ইরফাত সৌরভ,ইকবাল,রিপন নাথ,মোঃ নিশাত,জিসান,জুয়েল দাশ, মোঃ ওমর ফারুক,মো: কায়েস, মো: রিমন, মো: ইয়াসিন, মো: মাহফুজ, মো: মঞ্জু মো: গিয়াস উদ্দিন, মো: সাহেদ, মোঃ আলী, মো: আরিফ, মো: মাসুদ খান প্রমূখ