সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
আদেশে বিটিআরসি চেয়ারম্যানকে ভিডিওটি পেনড্রাইভ বা সিডিতে সংরক্ষণ করতে বলা হয়েছে।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খাঁন জানান, আদালতের নির্দেশনা পাওয়া মাত্র তারা দ্রুত পদক্ষেপ নেবেন। উদ্ভুত বিষয়ে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে তারা কাজ করছেন।
ফেইসবুকে ভাইরাল হওয়া বীভৎস এই নির্যাতনের ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা আছে কি না এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়া হতে সরাতে আদালতের কাছে আরজি জানান আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন।
আদালত বিষয়টি লিখিত আবেদন দিতে বলেন। এরপর দুপুরে শুনে আদালত এই আদেশ দেন।
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ওই ঘটনায় রোববার সন্ধ্যা হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকে মানুষ। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
পুলিশ নির্যাতিত নারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে । গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় জড়িত চারজনকে।