ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আফজাল হোসেন।
এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি ও নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে অবিলম্বে এ আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান ৭ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।