চবি কটেজ মালিক সমিতির ৪০ শতাংশ ভাড়া ছাড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও আশপাশের কটেজের ৪০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কটেজ মালিক সমিতি, হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বলেন, করোনাকালে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দীর্ঘদিন থেকে আমরা কটেজ মালিক সমিতির সঙ্গে ৫০ শতাংশ ভাড়া মওকুফের বিষয়ে আলোচনা করে আসছি। তারা প্রথমে ২০ শতাংশ মওকুফে রাজি হলেও আজ সর্বশেষ ৪০ শতাংশ ছাড় দিতে সম্মত হয়েছে।

এ সময় মালিক সমিতিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।