পাচারকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার

কক্সবাজার শহর থেকে পাচারকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। সেই সাথে দুই দালালকে আটক করা হয়েছে।

র‍্যাব সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের বাজারঘাটা এলাকার হোটেল রাজমনিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

আটক দালালরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি এলাকার নুরুল ইসলাম (২২) এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহিদ (২৭)।

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের আবাসিক ওই হোটেল থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার ও দুই দালালকে আটক করা হয়।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালরা জানিয়েছে, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য এসব রোহিঙ্গাদের হোটেলে জড়ো করা হয়েছিল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর মেহেদী হাসান।