বায়েজিদ থানার আমিন পেট্রোল পাম্প এলাকায় টমটম উল্টে মো. জালাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, টমটমযোগে আমিন জুট মিল এলাকায় যাচ্ছিলেন মো. জালাল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে গেলে গুরুতর আহত হন জালাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন