চবিতে রাতের সভা-সমাবেশ ও জন্মদিন পালন নিষিদ্ধ

চট্টগ্রাম: অনুমতি ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতে সভা, সমাবেশ, জন্মদিন পালনসহ যে কোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এ নিষেধাজ্ঞা অমান্য করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

এতোদিন হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ ছিল, রাতের বেলা ডিজে পার্টি, জন্মদিন পালনের নামে উচ্চৈঃস্বরে গান বাজনায় পড়ালেখা ও ঘুমের ব্যাঘাত ঘটতো। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কয়েকবার ঝামেলাও হয়।

বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ছাত্র সামিউর রহমান বাংলানিউজকে বলেন, প্রায় সময় জন্মদিন পালন নামে ডিজে পার্টিতে উচ্চৈঃস্বরে গান বাজনা হয়। এতে পড়ালেখা ও ঘুমের ব্যাঘাত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতের বেলায় এ ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করায় ভালো একটি উদ্যোগ নিলো।