রাউজানে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত

গত ৩০ সেপ্টেম্বর রশিদর পাড়া খানক্ াশরীফে বাদে মাগরিব মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্হাপনায় বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল মাইজভান্ডারী ( কঃ) এর ৩২ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাসিক মিলাদ মাহফিল ও খতমে গাউছিয়া মাইজভান্ডারীয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি জনাব আবদুল নবী মেম্বার,প্রচার সম্পাদক মাওলানা নিজাম উদ্দীনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে তকরীর করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা মাইজভান্ডারী গবেষক আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়ক আনিসুল খান বাবর, রাউজান দক্ষিণ হিংগলা শাখার সভাপতি কাজী আসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন, রশিদর পাড়া শাখার যুগ্ন সম্পাদক মুহাম্মদ কাউছার।