করোনার ছোবলে আহাদ ডেইরী ফার্মের দুধ উৎপাদন ব্যহত

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পুর্বে রাউজানের চিকদাইর দক্ষিন সর্তায় অবস্থিত আহাদ ডেইরী ফার্মে ৩শত লিটার দুধ উৎপাদন হতো প্রতিদিন । করোনার প্রার্দুভাব শুরু হওয়ার পর আহাদ ডেইরী ফার্মের কয়েকটি গরু অসুস্থ হয়ে মারা যায় ।

গরুর দুধ বিক্রয় বন্ধ হয়ে যায় । এতে আহাদ ডেইরী ফার্মে ক্ষতি হয় । আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলে ও আহাদ ডেইরী ফার্ম আবারো সচল করতে আহাদ ডেইরী ফার্মের মালিক নুরুল আবছার চৌধুরী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । আহাদ ডেইরী ফার্মে বর্তমানে উন্নত জাতের ছোট বড় ৬০টি গরু রয়েছে । ৬০টি গরুর মধ্যে ২১ টি উন্নত জাতের গাভী থেকে প্রতিদিন ১শত ২০ লিটার দুধ উৎপাদন হয় বলে জানান আহাদ ডেইরী ফার্মের ম্যানেজার আবদুল্ল্রাহ আল নোমান । আহাদ ডেইরী ফার্মের ম্যানেজার আবদুল্ল্যাহ আল নোমান জানান প্রতি লিটার দুধ ৫২ টাকা দামে চট্টগ্রাম নগরীর বনফুল সহ বিভিন্ন মিষ্টি তৈয়ারীর কারখানায় সরবরাহ করা হয় । রাউজানে খুচরা মুলে প্রতি লিটার ৬০ টাকা করে অল্প দুধ বিক্রয় করা হয়। করোনার ছোবলে আহাদ ডেইরী ফার্ম ব্যাপক ক্ষতিগ্রস্থ হলে ও সরকারের কোন প্রনোদনা পায়নি দুধ উৎপাদন কারী প্রতিষ্টান আহাদ ডেইরী ফার্ম ।