কম দামের এস২০ এনেছে স্যামসাং

অনলাইন ইভেন্টে কম দামের এস২০ এনেছে স্যামসাং। তাদের সাশ্রয়ী এস২০ ফোনের নাম গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন বা এফই।

গত ফেব্রুয়ারিতে উন্মোচিত গ্যালাক্সি এস২০ সিরিজের দাম শুরু হয়েছিলো ১ হাজার ডলার থেকে। গ্যালাক্সি এস২০ এফই এর ৬ জিবি ও ১২৮ জিবি সংস্করণের দাম শুরু হবে ৭০০ ডলার (৫৮ হাজার ৮০০ টাকা) থেকে। দাম কমাতে গ্লাস প্যানেলের বদলে প্লাস্টিক প্যানেল ও কম রেজুলেশনের ক্যামেরা দিয়েছে স্যামসাং।

ফোনটিতে ৬.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর রয়েছে। ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করা মডেলে থাকবে এক্সিনস ৯৯০ প্রসেসর। পেছনে থাকবে ১২, ১২ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪৫০০ এমএএইচের ব্যাটারি চার্জ করতে থাকবে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

এখনই প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। বিক্রি শুরু হবে ২ অক্টোবর থেকে।

এস২০, এস২০ প্লাস ও এস২০ আল্ট্রার মধ্যে সবচেয়ে কম দামী ফোন এস২০। ফোনটি বাজারে বেশ সাড়া ফেলে। কিন্তু বাকি দুটি মডেলের দাম বেশি হওয়ায় বিক্রি কম হয়। তাই করোনা পরিস্থিতিতে ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা ও চাহিদা বিবেচনা করে ফ্ল্যাগশিপ সিরিজটির সাশ্রয়ী সংস্করণ তৈরি করে স্যামসাং।