নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়িতে ১২ শতক (৬গন্ডা) সরকারী জায়গা উদ্ধার করেছে প্রশাসন।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সির বাড়ি সংলগ্ন এলাকায় এ জমি উদ্ধার করা হয়।
জানা যায়, জনৈক ব্যক্তি সরকারি জায়গা দখল করে পাকা দালান করার সময় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম খবর পেয়ে তার নির্দেশের নাজিরহাট ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে এই জায়গায় উদ্ধার করেন। পরে ওই জায়গাতে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে।
গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল্য এক কোটি ১ লাখ টাকা বলে ধারণা করছে ভূমি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তারা এই জায়গা উদ্ধার করার পর এলাকার সর্বস্থরেরর জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন।
এসময় নাজিরহাট ইউনিয়নের ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল অাকবর, উপসহ কারী কর্মকর্ত মোঃ মোজাহারুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার মোঃ মনজুর হোসেন, মোহাম্মদ হুমায়ান উপস্থিত ছিলেন।