এক যুগের বন্ধুত্বের অ্যালবাম আসছে আজ

২০০৬ সালে অনুষ্ঠিত হয়েছিল সংগীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসর। সে মৌসুমে দেশ দেখেছিল সেরা দশের সালমা, মুহিন, নিশিতা, রন্টি দাস, কিশোর, পলাশ, পুতুল, সাব্বির, বাঁধন ও পুলককে।

সেই সময় থেকে এই শিল্পীদের বন্ধুত্বের শুরু। মাঝে এক যুগ পার হয়ে গেল তা এখন আছে অম্লান। সেই বন্ধুত্বের স্মারক হিসেবে আজ (১১ ফেব্রুয়ারি) আসছে তাদের অ্যালবাম। নাম ‘ভালোবাসার এক যুগ’।

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় উৎসবের আয়োজন করেছেন তারা। যেখানে উন্মোচন করা হবে অ্যালবামের প্রচ্ছদ।

অ্যালবামে ১০ শিল্পী গাইছেন ১০টি গান। সঙ্গে থাকছে সম্মিলিত কণ্ঠে একটি দেশের গানও। সব গানের সুর করেছেন মুহিন আর লিখেছেন জামাল হোসেন। সংগীতায়োজনে আছেন মুহিন, সাব্বির ও বিনোদ রায়। এ অ্যালবামের পরিকল্পনা করেছিলেন মুহিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ গত ২৯ ডিসেম্বর সংগীতাঙ্গনে আমাদের একযুগ পূর্ণ হয়। নির্বাচনের কারণে আমরা অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানটি পিছিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘একই মঞ্চ থেকে নেমে আমরা যে এখনও একসঙ্গেই আছি, এ অ্যালবামটি সেই ভালোবাসার প্রতীক। মূলত একটা দুইটা করে আমি গান করছিলাম। এরপর গীতিকার জামাল ভাই এমন উদ্যোগ নেওয়ার কথা বলেন। তিনি প্রায় ৫০টি গান আমাদের দেন। সেখান থেকে ১১টি গান চূড়ান্ত করা হয়েছে।’

এতে ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানে তারা সবাই কণ্ঠ দিয়েছেন। অ্যালবামটি রঙ্গন মিউজিক মঞ্চ থেকে প্রকাশ হবে। গানের কাজগুলো হয়েছে সাব্বিরের স্টুডিওতে।
অ্যালবাম নিয়ে সাব্বির বলেন, ‘সময়ের ব্যস্ততায় একসঙ্গে থাকাটা হয়তো অনেক বন্ধুদেরও সম্ভব হয় না। কিন্তু আমরা, সংগীতের এই বন্ধুরা একসঙ্গে এতটা পথ পাড়ি দিলাম! তাই অ্যালবামটি আমাদের বন্ধুত্বের প্রতীক।’

এদিকে একই উপলক্ষে এই প্রতিযোগিতার অন্যতম মুখ কিশোর সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন একটি ম্যাশআপ ভিডিও। ভিডিওটি প্রসঙ্গে কিশোর বলেন, ‌‘‘এই একযুগে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি স্মৃতিগুলো। এই আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আমাদের এই অসাধারণ মঞ্চ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আর এই ১২ বছর উদযাপনের অংশ হিসেবে প্রতিযোগিতার মঞ্চে গাওয়া গানগুলোকে নতুনভাবে ম্যাশআপ করেছি। এটি আমার এই ক্ষুদ্র প্রয়াস।’