রামু সেনা ক্যাম্প এলাকায় রামু মরিচ্যা প্রধান সড়কে প্রতিদিন সন্ধার পর এভাবে বন্যহাতি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। যার কারণ সড়কে যানবাহনসহ মানুষ চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়া গাড়িসহ শত শত মানুষ আতংকিত থাকলেও রাজার কুল রেন্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা দেখেও না দেখার ভান করে বলে অভিযোগ ভূক্তভোগীদের।
লেখা ও ছবি: হাবীব সোহেল