চট্টগ্রাম চক্ষু হাসপাতালে গরীব রোগীদের জন্য চশমা দিলেন ‘ইনার হুইল ক্লাব লুসাই হিলস্ ক্লাব’

ইনার হুইল ক্লাব লুসাই হিলস্ ক্লাবের গরীব রোগীদের জন্য চশমা হস্তান্তর করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালে।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এর রোগী কল্ল্যান কেন্দ্রে গরীব রোগীদের জন্য চশমা হস্তান্তর করেছেন ইনার হুইল ক্লাব লুসাই হিলস্ ক্লাব। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুনিরা হোসনা, সেক্রেটারি নাজনিন আরা, চার্টার্ড প্রেসিডেন্ট বোরহানা কবির ট্রেজারার মমতাজুন্নেছা সুমা ও সমাজ সেবা অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।