গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক চট্টগ্রাম সংসদীয় আসন ০৮ এর কৃতি সন্তান ১/১১ এর পরিক্ষীত বীর সেনানী আলহাজ এরশাদ উল্লাহ’র পক্ষে চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা জাফর আহমদ’র সঞ্চালনায় বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিদেবন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর চান্দগাঁও থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আজম বলেন, আমি সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধে যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশকে উন্নয়নশীল করতে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ও অর্থনৈতিকভাবে গতিশীল হওয়ার জন্য সর্বস্তরের নেতৃবৃন্দ নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা করেন। আজ স্বৈরাচার শাসক এই অবৈধ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য এবং এদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, ভোট বিহীন নির্বাচন চর্চা করছে। তারই ধারাবাহিকতার মধ্যদিয়ে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন এবং শর্তের মধ্যদিয়ে জামিন মঞ্জুর করেন। আজ আমরা ধিক্কার জানাই সরকারের এমন স্বৈরাচারী আচরণে। আমরা দাবি জানাই এই বিপ্লব উদ্যান থেকে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। সেই সাথে আমরা আরও দাবি জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ১/১১’র পরীক্ষিত নেতা আলহাজ্ব এরশাদ উল্লাহকে যথাযথ মূল্যায়ন করা হউক। আগামীকে উনাকে দলের দায়িত্ব অর্পণ করে দল ও চট্টগ্রামের রাজনীতিকে আরও শক্তিশালী করা হউক এটাই চট্টগ্রাম সংসদীয়-৮ আসনেরর সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীর দাবি। আগামীতে দলের নীতি নির্ধারক এবং দলের প্রধান দেশ ও জনগণের স্বার্থে যে আন্দোলনের ডাক দিবেন সবাইকে রাজ পথে থাকার আহŸান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য সমাপ্ত করেন।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ ফিরোজ খান, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ন-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, মহানগর বিএনপি নেতা হুমায়ন কবির বাবলু, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী কামাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, চান্দগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা মনজুর আলম, হোসেন (সওঃ) চান্দগাঁও থানা যুবদল সভাপতি ওমর ফারুখ, বায়েজিদ থানা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি মোহাম্মদ শাহীন, চান্দগাঁও থানা বিএনপি নেতা ফোরকান উদ্দীন জাবেদ, মহানগর ছাত্রদল নেতা আবু সৈয়দ রাসেল, মহানগর সেচ্ছাসেবক দল নেতা গাজী সেলিম, বায়েজিদ থানা যুবদল নেতা এম.আর খান ফারুখ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ শাহজান, সাধারণ সম্পাদক ফজল কবির, চান্দগাঁও থানা যুবদল সহ-সভাপতি মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ জামাল, ৪নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক টিপু সুলতান, ৬নং ওয়ার্ড যুবদল সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, ৫নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক রাশেদ কামাল, মোহাম্মদ হারুন, বায়েজিদ থানা যুবদল নেতা মোঃ ইলিয়াছ বাচ্চু, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ সাইফুল সহ-সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল, যুগ্ম সম্পাদক মোঃ রমজান, প্রচার সম্পাদক মোহাম্মদ মানিক, যুবদল নেতা মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ ইমরান সাব্বির, সাজ্জাদ হোসেন, শাহরিয়া কাদের, খোকন, খোরশেদ আবছার, মোহাম্মদ এরশাদ, মোরশেদ সাব্বির, তুহিন, এসকান্দর, বাদশা, ইসলাম, জহির আহমেদ নাজু, ফাহিম, বাচ্চু ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক মোহাম্মদ মানিক, সজীব, জহিরুল ইসলাম, মোঃ জিহাদ, সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিলন মোহাম্মদ জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।