গভীর সাগরে ফিশিং ট্রলার ডাকাতি, ৫ জেলে নিখোঁজ

লিটনকুতুবী:
বঙ্গোপসাগরের গুলিরধারনামক স্থানেমাছধরারতঅবস্থায়এফ.বিমামুনসহ ৫ ফিশিংট্রলারেগণডাকাতিশিকারহয়েছে। এ সময়জলদস্যুদের মারধরসহ্য করতেনা পেরেএফবিমামুনফিশিংট্রলারের ৫ জেলেসাগরেঝাঁপ দেয়। এ রির্পোট লেখাপর্যন্তনিখোঁজ ৫ জেলেউপকূলে ফিরেআসেনি। এফবিমামুনফিশিংট্রলারসহ জেলেরাউপকূলে ফিরেএসে এ খবর জানায়।
এফবিমামুনফিশিংট্রলারেরমাঝিফারুকজানান, গত শনিবার দুপুরেকুতুবদিয়াউপকূলেরউত্তরবড়ঘোপউপকূল থেকে মাছধরার উদ্দ্যেশে সাগরেযায়। সোমবার (৩১ আগস্ট) রাতেসাগরের গুলিরধারনামক স্থানেমাছধরারতঅবস্থায় ১৪/১৫জনের একটিজলদস্যু দল তাদের ট্রলারেহামলাচালায়। এ সময়জলদস্যুদের মারধরসহ্য করতেনা পেরে জেলে মোঃনাছির, মোঃআজগর, সালাউদ্দিন, সোহেল,ফজলকরিমসাগরেঝাঁপ দেয়। অন্যান্য জেলেদের মারধরকরেবরফ ষ্টোরেডুকিয়েরাখে। জলদস্যুরা মাছ,ডিজেল,জাল,মেশিনেরযন্ত্রাংশসহপ্রায় ১৫ লাখটাকারমালামাললুটকরেনিয়েযায়।
সূত্রে আরোজানা গেছে, গত দুইসপ্তাহধরেসাগরেনির্বিচারেডাকাতিহচ্ছে। অবসরপ্রাপ্ত মেজরসিংহাহত্যাকে কেন্দ্র করেপুলিশেরগতিবিধিলক্ষ্য করেজলদস্যুরাসক্রিয়হয়েআবারোসাগরেডাকাতিকাজে নেমেপড়েছে। পুলিশেরভয়েপালিয়ে থাকাজনৈক এক জলদস্যু সর্দ্দার এ সুযোগেইদানিংকুতুবদিয়াউপকূলে ডুকেপড়েজলদস্যুদের সাথে যোগাযোগকরার দৃশ্য চোখেপড়ারমতো।পুলিশবাহিনীকে এ সব জলদস্যুদের নজরদারিআওতায়আনারঅনুরোধকরেন জেলেরা।
কুতুবদিয়াফিশিংট্রলারমালিকসমিতিরসাধারণসম্পাদক মোঃজয়নালআবেদীনবলেন, গত দুইসপ্তাহধরেসাগরেজলদস্যুদের উৎপাতবৃদ্ধি পেয়েছে। বিগত এক দেড় বছরধরেসাগরেফিশিংট্রলারডাকাতিহয়নি। পুলিশর‌্যাব যৌথ অভিযানেউপকূলেরতালিকাভূক্ত জলদস্যুদেরআতœসমর্পন, আটক, কর্মসংস্থানেরসুযোগকরে দেয়ায়নিরাপদ স্থানেচলেযায়। কিন্তুুইদানিংঅবসরপ্রাপ্ত মেজরসিংহাহত্যানিয়েকক্সবাজার জেলাপুলিশেরনিস্ক্রিয়তা দেখে জলদস্যুরাএ সুযোগে দলবদ্ধ হয়েআবার পূর্বের পেশায়ফিরেগিয়েসাগরেডাকাতিকাজে নেমেপড়েছে। উপকূলে র‌্যাব,পুলিশের,সাগরেকোস্টগার্ড,নৌবাহিনীরটহলজোরদারকরারজন্য আইনপ্রযোগকারীবিভাগেরপ্রতিঅনুরোধকরেন।
এদিকে এফবিমামুনফিশিংট্রলারেরমালিক মোঃ খোকনজানান, নিখোঁজ জেলেদের খোঁজেসাগরেতিনটিট্রলারপাঠানোহয়েছে। আলীআকবর ডেইলএলাকাররঞ্জনবহদ্দারেরএকটিট্রলারভাসমানঅবস্থায়তিন জেলেউদ্ধারকরেছে বলে খবর দিয়েছে। এখনোতারাউপকূলে ফিরেআসেনি। ডাকাতিরব্যাপারে থানায়মামলাকরারপ্রক্রিয়াচলছেবলেনিশ্চিতকরেন।