চবি অফিসার সমিতির পক্ষ থেকে চবি পরিবারের জন্য মাস্ক প্রদান

কোভিড-১৯ প্রতিরোধে গ্রামীণ টেলিকম এবং ড. আবু ইউসুফ ফাউন্ডেশন এর সৌজন্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিবারের জন্য ১০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২০ দুপুর ১.৩০ টায় উপাচার্য দপ্তরে উক্ত সমিতির সভাপতি জনাব রশীদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হামিদ হাসান নোমানী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট এই মাস্ক হস্তান্তর করেন। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কামরুন্নেছা বেগম, চবি অফিসার সমিতির সহ-সভাপতি জনাব মো. গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ জনাব রাশেদ উদ্দিন রায়হান, সাংগঠনিক, দপ্তর ও প্রচার সম্পাদক জনাব কাজী মুহাম্মদ হারুন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মো. মাহফুজুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম (শহীদ), কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব আবদুল হাই ও সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ (বাচ্চু) এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কোভিড-১৯ প্রতিরোধে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিবারের জন্য মাস্ক প্রদান করায় চবি অফিসার সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাঁদের এই ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান। মাননীয় উপাচার্য মাস্কগুলো বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মাঝে সঠিকভাবে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বিশ^বিদ্যালয় পরিবারের সকলকে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।