১৫ গুণীজনকে সংবর্ধনা দিলো আকাশ তারা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী গবেষণা ও সেচ্ছ্বাসেবী সংগঠন আকাশ তারা ১৫ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছেন। আকাশ তারা সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবাষির্কীতে আলোচনাসভা ও গুণীজনদের সম্মানে গতকাল রোববার (৩০ আগষ্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশ তারা’র সভাপতি কণ্ঠশিল্পী মীর রমজান আলীর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক কর্ণফুলীর সহ-সম্পাদক মুজাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন- আকাশ তারার প্রধান উপদেষ্টা হাজী তাসকির আহম। বিশেষ অতিথির বক্তৃতা করেন-বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাজী সুজন। অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন-ব্যবসা বাণিজ্যে প্রসারে নুরুল আলম শিপু, সাংবাদিকতায় এম হান্নান রহিম, ওমর ফারুক ও এম আনোয়ারুল হক, সমাজ সেবায় লায়ন মো. আব্দুল মন্নান, আইন পেশায় জামাল হোসেন ও আনোয়ার হোসেন, চিকিৎসায় জামাল ডা. জামাল উদ্দিন, সাংস্কৃতিতে মোহাম্মদ মোস্তাক, সাগর, মিঠু দাশ ও বাউল শিল্পী মো. মোজাহের, তরুণ সংগঠক হিসেবে-এসরারুল হক এসরাল, রাশেদ আনোয়ার খান এবং ধর্ম প্রচারে আব্দুন নবী আলকাদেরী। অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও সংবর্ধিত গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।