মুরাদপুরে শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

“বিশ্বের মুসলিম উম্মাহর কাছে মহরম মাসটির খুবই তাৎপর্যপূর্ণ”

“বিশ্বের মুসলিম উম্মাহর কাছে মহরম মাসটির খুবই তাৎপর্যপূর্ণ। মুসলিম দেশগুলো অত্যন্ত মর্যাদার সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরণ করে মহররমকে। ইসলামের ইতিহাসে এই মাসে স্মরণীয় নানান ঘটনা রয়েছে। ধর্মীয় সংস্কৃতি যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি কমবে। যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতিচর্চা খুবই গুরুত্বপূর্ণ।”

হিজরি নববর্ষ উদযাপন ও আহ্লে বায়তে রাসূল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল সামাজিত দুরত্ব বজায় রেখে গতকাল ২৯ আগষ্ট শনিবার রাতে মুরাদপুর শহীদ জানে আলম সড়কস্থ ঐতিহ্যবাহী মুরাদপুর জামে মসজিদে অনুষ্টিত হয়। মুরাদপুর মহল্লা কমিটি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ মুরাদপুর শাখার যৌথ উদ্যোগে আশেকানে পাক্ পাঞ্জতনের সার্বিক সহযোগীতায় এই মাহফিলে তররিক পেশকালে ওয়াজিনরা এসব কথা ব্যক্ত করেন।

উক্ত মাহফিলে ওয়াজেন হিসেবে থেকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা নূর মুহাম্মদ আল কাদেরী। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. খাস্তগীর সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক সৈয়দ মো. আবদুল মান্নান। এসময় মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি আবু বকর সিদ্দীকি, অর্থ সম্পাদক ছিদ্দিক আহমেদ, মুরাদপুর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইসহাক মিয়া, দৈনিক চট্টগ্রাম পোস্টের নগর প্রতিবেদক কবি-সাংবাদিক তসলিম খাঁ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী কপিল উদ্দিন সোহেল, মহল।লা কমিটির সহ-সভাপতি হাছান মুুরাদ, গাউছিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার সাধারণ সম্পাদক হাজী মনির উদ্দিন সোহেল, মসজিদের পেশ ইমাম মৌলানা মো. জাহাঙ্গির আলম, জসিম উদ্দিন আহমেদ, জাকির আহমেদ, আনোয়ার মজুমদার, গাউছিয়া কমিটি মুরাাদপুর শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল আজিম, জিয়া উদ্দিন সুমন, নুরুল আমিন মনি, কামাল উদ্দিন সোহেল প্রমূখ।